বুধবার, ০১ মার্চ, ২০২৩
12 Jan 2025 03:56 pm
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুরের হিলিতে দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলার বৈগ্রাম যুব ক্লাব ও লাইব্রেরী আয়োজনে ডু সামথিং ফাউন্ডেশনের সহযোগীতায় কøাব প্রাঙ্গণে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শিশু,গাইনী,চক্ষু,মেডিসিন,চর্ম ও যৌন, অর্থপৈডিক্স,নাক,কান ও গলার চিকিৎসা প্রদান করা হয়।এসময় হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,বৈগ্রাম যুব ক্লাব ও লাইব্রেরীর সভাপতি মাসুদ রানা,সাংবাদিক লুৎফর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।বৈগ্রাম যুব ক্লাব ও লাইব্রেরীর সভাপতি মাসুদ রানা বলেন,বগুড়া থেকে একটি মেডিক্যাল টিমের চিকিৎসকের বৈগ্রামের ১ হাজার ৫ শত অসহায়দের মাঝে বিভিন্ন ধরণে চিকিৎসা প্রদান করেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম