বুধবার, ০১ মার্চ, ২০২৩
15 Jan 2025 11:05 am
বুধবার (১ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বরিশাল বিভাগের বিএনপির সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, চাল-ডাল সব কিছুর দাম বেড়েছে, টিসিবির লাইন এক মাইল, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে উৎসবে মেতেছেন। সম্পূর্ণ রসিকতা সাধারণ মানুষের সঙ্গে, যারা খাদ্য পাচ্ছে না, তাদের সঙ্গে তামাশা করা হচ্ছে, রসিকতা করা হচ্ছে। জনগণ এসব ক্ষমা করবে না। এমন অবস্থা তৈরি হয়েছিল ‘৭৪-এ, দুর্নীতির কারণে দুর্ভিক্ষ তৈরি হয়েছিল।
তিনি বলেন, নিত্যপণ্যের দাম বাড়ছে, মানুষের জীবনযাত্রার দিকে খেয়াল না করে উল্টো সবকিছুর দাম বাড়ানো হচ্ছে।
ফখরুল বলেন, প্রাথমিকের বৃত্তির ঘোষিত ফলাফলের ৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করা হয়েছে, এটাও তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। অন্যদিকে ছাত্রলীগের হাতে ছাত্রী নির্যাতন হচ্ছে। দুর্নীতি থেমে নেই। টাকা পাচার হচ্ছে, লুটপাট করে বিদেশে টাকার পাহাড় গড়ছে, অন্যদিকে মানুষ অর্থাভাবে ভুগছে।
বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। দেশকে ভয়াবহ অবস্থা থেকে বাঁচাতে আন্দোলনের বিকল্প নেই বলেও তিনি জানান।