শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫
05 Jan 2025 08:59 am
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সারা দেশব্যাপী একযোগে উদযাপিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় "নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার "।
এ উপলক্ষে ২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়।র্যালি পরবর্তী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতে, জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার আমির মোঃ নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী যুব বিভাগের নবাবগঞ্জ উপজেলা শাখার মোঃ সেলিম রেজা, জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ শাখার সেক্রেটারী মোঃ রেজাউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলার অসহায় ৭ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।