৭১ভিশন ডেস্ক:- বর্তমানে প্রতিনিয়তই যেন বাড়ছে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা। কিন্তু অনেকেই হয়ত জানেন না যে, হাতের কাছে থাকা পেঁপে ঘাতক ক্যানসার থেকেও আপনাকে মুক্তি দিতে পারে পেঁপে।
পেঁপে অনেক অসুখের মহৌষধি। আমরা কেবল পেটের সমস্যার জন্য এই ফলকে খেয়ে থাকি। কিন্তু পেঁপে ক্যানসার থেকেও আপনাকে বাঁচাতে পারে। এ জন্য পেঁপের পানি তৈরি করে নিতে পারেন। তারপর সারা দিন সেই পেঁপের পানি খেতে পারেন।
বিভিন্ন ক্যানসার যেমন- ব্রেস্ট, লিভার, ব্লাড, প্যাংক্রিয়াস, প্রস্টেট, কোলোন এসবের বিরুদ্ধে দারুণ কার্যকর পেঁপে। তাই এসব রোগ থেকে দূরে থাকতে এই পানীয় আপনার হাতিয়ার হতেই পারে। নিজের পাশাপাশি পরিবারেরও ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
আমরা জানি, ক্যানসার চিকিৎসা খুবই ব্যয়বহুল। অনেক টাকার ব্যাপার। আর শুধু টাকা নয়, বরং আক্রান্তের পরিবারে অনেক সমস্যা নেমে আসে। তাই ক্যানসার প্রতিরোধের চেষ্টা করুন।
এদিকে পেঁপে শুধু মুখে অনেকেই খেয়ে থাকেন। তবে পেঁপের পানি তৈরি করলে উপকারিতা বৃদ্ধি পায়। এই পানি ক্যানসার প্রতিরোধ করার পাশাপাশি অনেক অসুখের বিরুদ্ধে দারুণ কাজ করে।
পেঁপের পানি কীভাবে তৈরি করতে হবে সে সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বিস্তারিত বলা হয়েছে।
পেঁপের পানি তৈরি করার উপায়
১. একটি ভালো পেঁপে নিন, তার খোসা ছাড়িয়ে ফেলুন
২. একটি পাত্রে পানি নিয়ে গরম করুন
৩. এই ফাঁকে পেঁপে ছোটছোট করে কেটে ফেলুন
৪. পিস করা পেঁপে গরম জলে ফেলে দিন
৫. তারপর ৫ মিনিট ধরে ফুটিয়ে নিন
৬. সময় হলে পাত্রটি নামিয়ে দিন, পানি ঠাণ্ডা হোক
ব্যস, তৈরি হয়ে গেলে আপনার পেঁপের পানি। এরপর গোটা দিন এই পানি খেতে পারেন।
কী কী উপকার মিলবে?
শুধু ক্যানসার দূর করা নয়, এর পাশাপাশি আরও বিভিন্ন উপকার মেলে পেঁপের পানি খেলে। আসুন জানা যাক-
১. অনেকটা ভিটামিন মেলে
২. প্রদাহ দূর করতে সাহায্য করে
৩. হজমে সাহায্য করে
৪. পিরিয়ডের সময় ব্যথা দূর করে
৫. কিডনি সুস্থ থাকে
৬. মাইগ্রেনের ব্যথা কমায়
৭. আর্থ্রাইটিসের যন্ত্রণা দূর করে
ক্যানসারের আশঙ্কা কমায়
পেঁপের পানি ক্যানসার কোষকে বাড়তে দেয় না। ফলে এই রোগ অনায়াসে প্রতিরোধ করা যায়। তাই নিয়মিত পেঁপের পানি পান করুন। তবেই রোগ থেকে বাঁচতে পারবেন। এক্ষেত্রে সপ্তাহে অন্তত ২-৩ দিন এই পানি পান করার চেষ্টা করুন। তারপরই মিলবে লাভ। মাসে একবার খেয়ে তেমন উপকার পাবেন না।
পেটের সমস্যার সমাধান
পেটের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা নেহাত কম নয়। পেট পরিষ্কার না হলে সেখানে জমতে পারে দূষিত কিছু পদার্থ। আর সেই ক্ষতিকর পদার্থ কিন্তু অনেক সমস্যার কারণ। তাই কোষ্ঠকাঠিন্য সহ পেটের নানা সমস্যার সমাধান চাইলে অবশ্যই পুরো দিন খান পেঁপের পানি। এতে থাকা উৎসেচক, ফাইবার পেট পরিষ্কার করে। এ ছাড়া শরীরের পানির ঘাটতিও হবে না।