বুধবার, ০১ মার্চ, ২০২৩
05 Apr 2025 03:43 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- সারা বছরই অনেকের ঠোঁটের কোণে ঘা হয়। কখনো এটা পানিভর্তি ফোসকার মতো হয়, আবার কখনো এটা ফেটে রক্তও বের হতে পারে। চলতি ভাষায় এগুলোকে ‘জ্বরঠোসা’ বলা হয়। আর ডাক্তারদের ভাষায় ‘কোল্ড সোর’। এমনিতে কয়েক দিনের মধ্যে নিজে থেকে কমে যায় এই ঘা। তবে মাঝের কয়টা দিনের বিড়ম্বনা থেকে দ্রুত নিষ্কৃতি পেতে অবলম্বন করুন কিছু ঘরোয়া কৌশল–
জ্বরঠোসা কমানোর অনেক রকমের ওষুধ পাওয়া যায়। জীবাণুনাশক এসব ক্রিম কয়েক দিনের মধ্যেই কমিয়ে দেয় ঠোঁটের ঘা। তবে ক্রিম লাগানোর আগে একবার চিকিৎসকের সঙ্গে কথা বলে নেয়াই ভালো।
অ্যালোভেরা অল্প পরিমাণে জ্বরঠোসার ক্ষতে লাগিয়ে নিতে পারেন। এতে দ্রুত কমে আসবে ক্ষত, কমবে জ্বালাও।
সহজে মুখের ঘা কমানোর আরও একটি উপায় হলো রসুনবাটা লাগানো। বাড়িতে রসুন থাকলে বেটে নিন। এবার এই বাটা রসুন ঘায়ের ওপর দিনে দু-তিনবার লাগান, প্রদাহ কমবে।
জ্বরঠোসার ক্ষতের ওপর মধুও লাগাতে পারেন। এতেও উপকার পাবেন। দিনে অন্তত দুবার এভাবে মধু ব্যবহার করতে হবে।
খবর: জি ২৪ ঘণ্টা