বুধবার, ০১ মার্চ, ২০২৩
12 Jan 2025 03:55 pm
একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’। বিশ্বব্যাপী আয় করেছে ১০০০ কোটি রুপির বেশি। এই ছবির চিত্রনাট্যকার রাঘবন সম্প্রতি জানিয়েছেন, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে দীপিকা ও ক্যাটরিনাকে দেখা যেতে পারে এক সঙ্গে।
অর্থাৎ ‘পাঠান’-এর ‘রুবাই’ ও ‘টাইগার’ সিরিজের ‘জোয়া’ চরিত্র দুটিকে একই ছবিতে নিয়ে আসতে চাইছেন তিনি। তবে এই নারীকেন্দ্রিক স্পাই ছবি কে পরিচালনা করবেন তা জানানো হয়নি।
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আরেক ছবি ‘টাইগার থ্রি’ মুক্তির দিন ঘনিয়ে আসছে। ১০ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। তার আগেই চিত্রনাট্যকারের এই ইঙ্গিত ছবিটিকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
দীপিকা ও ক্যাটরিনা দুজনেই রণবীর কাপুরের প্রাক্তন। দীপিকার সঙ্গে সম্পর্ক ভেঙে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। এতে দুই নায়িকার সম্পর্কের অবনতি হয়। দুজনকে এক ছবিতে দেখার জন্য তাই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।