বুধবার, ০১ মার্চ, ২০২৩
02 Aug 2025 11:12 pm
![]() |
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ ‘আমার জীবন আমান সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ প্রতিপাদ্য নিয়ে বগুড়া শিবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। সোমবার( ১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।পরে শহীদ হাফিজুর রহমান অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর। এসময় উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইনঃ কোঃ লিঃ এর এজি, এম জহুরুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সে কোঃ লিঃ এর জি, এম খলিলুর, জীবন বীমার উন্নয়ন কর্মকর্তা শাহিনুর ইসলাম সহ বীমার সাথে সম্পৃক্ত বিভিন্ন কোম্পানীর কর্মকর্তাবৃন্দ।