মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
02 Aug 2025 09:22 am
![]() |
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির আত্মপ্রকাশ ঘটেছে। সোমবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার মধ্য দিয়ে এই সমিতির যাত্রা শুরু হয়।
সভায় বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম কে প্রধান উপদেষ্টা করে ৩০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
এছাড়াও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (সার্জারি বিভাগীয় প্রধান) প্রফেসর ডা. আব্দুছ সোবাহানকে সভাপতি ও আল-বারাক গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল মান্নাকে সাধারণ সম্পাদক ঘোষনা করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
এ আলোচনা সভায় বৃহত্তর ময়মনসিংহের জেলাগুলোর শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অরাজনৈতিক এই সমিতি বগুড়ায় বসবাসরত ময়মনসিংহ বিভাগের বাসীন্দাসহ সামাজিক নানা কর্মকান্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।