মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
18 Jan 2025 05:02 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে চুরি হওয়া ১৬টি মহিষ জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় আলতাব হোসেন (৫০) নামে এক চোরকে আটক করা হয়।সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে মহিষগুলো উদ্ধার করা হয়।
আটক আলতাব ওই ইউনিয়নের সাপমারা উত্তর পাড়া গ্রামের চৌরা মিয়ার ছেলে। পুলিশ জানায়, রোববার (১২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ভজনডাঙ্গা গ্রামের জাকাত আলীর ছেলে আব্দুর রহিমের খামার থেকে ১৬টি মহিষ চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরদিন বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) আবু ইলিয়াস জিকু। সঙ্গে ছিলেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী। এ সময় আলতাব নামে এক চোরসহ চুরি যাওয়া ১৬টি মহিষ উদ্ধার করা হয়।