রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
05 Jan 2025 06:56 am
শোবিজ তারকাদের রাজনীতিতে প্রবেশের ঘটনা নতুন নয়। ইতোমধ্যেই তারকাদের অনেকেই রাজনীতির মাঠে জায়গা করে নিয়েছেন। এবার পুরোদস্তুর নেত্রী হিসেবেই হাজির হচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তবে বাস্তবে নয়, পর্দায়।
সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’ নামে একটি সিনেমায় নেত্রীর ভূমিকায় অভিনয় করছেন বুবলী। এতে তার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। বর্তমানে সিনেমাটির দৃশ্যধারণ চলছে।
বুবলী বলেন, সিনেমাটির গল্প দারুণ। এখানে রাজনৈতিক কিছু প্রেক্ষাপট উঠে আসে, তবে সেটা একেবারেই কাল্পনিক। আশা করি, দর্শক ভালো একটি সিনেমা দেখতে পাবেন।
নির্মাতা জানিয়েছেন, ‘লোকাল’-এর দৃশ্যধারণ প্রায় শেষের দিকে। তবে সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে, সেটি নিশ্চিত করেননি।