রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
09 Jan 2025 02:21 am
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে নড়াইল জেলা রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর আয়োজনে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সেমিনার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা আরজেএফ'র সভাপতি সাজ্জাদ আলম খান সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস ও স্থায়ী পরিষদের সদস্য মো: উজ্জ্বল খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আরজেএফ'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, আরজেএফ'র ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন। সম্মানিত অতিথি ছিলেন, আরজেএফ'র সাবেক ভাইস-চেয়ারম্যান মো: সাথী তালুকদার, স্থায়ী পরিষদের সদস্য মাহবুবুর রহমান, মো: ফারুকুল ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সমম্বয়ক মো: রোমান আকন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা আরজেএফ'র সভাপতি এনামুল হক, দৈনিক কলম কথার সম্পাদক সুমন চক্রবর্তী সহ নড়াইল জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
এসময় সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাথী বেগম ও সোহানা পারভীন'কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।