রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
03 Dec 2024 11:31 pm
৭১ভিশন ডেস্ক:- চাঁদ দেখা অনুযায়ী আগামী ২৩ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পবিত্র মাহে রমজান শুরু হবে। এ বছর কত ঘণ্টা রোজা রাখতে হবে তার সময় জানিয়ে দিয়েছে দেশটি।
ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট ওয়েবসাইটের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে এ বছর ১৩ ঘণ্টাব্যাপী প্রত্যেক মুসলিম ব্যক্তিকে রোজা রাখতে হবে।
জ্যোতির্বিজ্ঞানের দেয়া তথ্যানুযায়ী আগামী ২৩ মার্চ ভোররাতে সেহরি খাওয়ার পর ফজরের নামাজ শুরু হবে ৫টা ২ মিনিটে এবং ইফতার ও মাগরিবের নামাজ (সূর্যাস্ত) হবে সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে। এই হিসেবে দেশটিতে প্রথম দিন রোজা রাখতে হবে মোট ১৩ ঘণ্টা ৩৩ মিনিট।
তবে রমজান মাসের দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তা আরও কিছুটা বেড়ে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত গিয়ে পৌঁছাবে। কারণ শেষ দিকে ফজরের নামাজ হবে ভোর ৪ টা ৩১ মিনিটে এবং মাগরিব হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।
পবিত্র রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। জাতীয় চাঁদ দেখা কমিটি এই মাসের শুরু এবং শেষের দিন নির্ধারণ করে থাকেন।
এই বছর রমজান মাসের শুরুতে তাপমাত্রা ১৭ থেকে ৩৫ ডিগ্রি এবং শেষের দিকে ১৭ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে থাকবে। আবহাওয়া পবিরর্তনের কারণে রমজান মাসে ভারি বৃষ্টিপাতও হতে পারে।