শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
29 Dec 2024 09:59 am
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে পুলিশি বাধায় ইউনিয়ন পর্যায়ে গণপদযাত্রা কর্মসূচি পালন করতে পারেননি দলটির নেতাকর্মীরা। এছাড়া কর্মসূচিতে যাওয়ার পথে এক যুবদল নেতার ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা। এসময় ওই যুবদল নেতার মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এই অভিযোগ করেন। তিনি বলেন, দশ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দশটি ইউনিয়নে স্থানীয় বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গাড়ীদহ, বিশালপুর ও সীমাবাড়ী ইউনিয়নে কর্মসূচি পালনের উদ্দেশ্যে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন। কিন্তু পুলিশ এসে বাধা দেয় এবং উপস্থিত নেতাকর্মীদের দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ জারি করেন। এতে করে পদযাত্রা কর্মসূচি পালন করতে পারেননি তারা।
বিএনপির নেতা মিন্টু অভিযোগ করে আরও বলেন, পুলিশি বাধার পাশাপাশি আওয়ামীলীগের নেতাকর্মীরাও পাল্টা কর্মসূচি ঘোষণা দিয়ে পুলিশের সঙ্গে মাঠে অবস্থান করেন। সেইসঙ্গে বিএনপির পদযাত্রায় অংশ নিলে হামলা-মামলার ভয়ভীতি দেখান। এমনকি গাড়ীদহ বাস্টস্ট্যান্ডে কর্মসূচি যাওয়ার পথে ইউনিয়ন যুবদল নেতা শরীফুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে।
স্থানীয় ছাত্র-যুবলীগ নেতাকর্মীরা তাকে মারধর করেন। এরপর তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে পৌরসভাসহ শাহবন্দেগী, মির্জাপুর, সুঘাট, খানপুর, খামারকান্দি ও কুসুম্বী ইউনিয়নে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সংক্ষিপ্ত পরিসরে কেন্দ্র ঘোষিত ওই কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এরমধ্যে কুসুম্বী ইউনিয়নে বিকেল চারটায় পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে সকাল দশটায় পালন করা হয়েছে। পুলিশের চোখ ফাকি দিতেই এই কৌশল নেওয়া হয় বলে দলীয় একটি সূত্র জানিয়েছেন। ইউনিয়ন বিএনপির ওই কর্মসূচিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আব্দুল মোমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুটি প্রমূখ বক্তব্য রাখেন।