শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
03 Jan 2025 03:09 am
৭১ভিশন ডেস্ক:- আসছে ভালোবাসা দিবসে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। মাঝে বেশ লম্বা বিরতি নিয়ে আবারও ফিরেছেন কাজে। প্রায় ৮ বছর আবারও তার সঙ্গে জুটি বেঁধেছেন মোশাররফ করিম। নাটকের নাম চৌধুরী’। এটি পরিচালনা করেছেন মাইদুল রাকিব।
সর্বশেষ এই জুটিকে দেখা গিয়েছিল ২০১৫ সালে একই নির্মাতার রক নাটকে। এরপর এ জুটির দেখা মেলেনি। ৮ বছর পর আবারও মাইদুল রাকিবের পরিচালনায় প্রত্যাবর্তন করছে এ জুটি।
মূলত সময়ের সঙ্গে সঙ্গে বিত্তবান হয়ে উঠলে মানুষ কীভাবে বদলে যান, হাস্যরসাত্মকভাবে সেটিই এ নাটকে তুলে ধরেছেন নির্মাতা মাইদুল রাকিব।
নির্মাতা বলেন, টাকা-পয়সা হলে অনেকেই নামের পদবি পরিবর্তন করে চৌধুরী হয়ে ওঠেন। মজার একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি। অনেক দিন পর ফিরছেন মোশাররফ-শখ জুটি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
নাটকে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, আশরাফুল আলম সোহাগ, আলামিন সবুজ প্রমুখ। নির্মিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোমের ব্যানারে।
জানা গেছে, ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে নাটকটি।