শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
31 Dec 2024 01:37 am
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
শেরপুর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেইলী ব্রিজের খুঁটির সাথে লেগে ঘটনাস্থলে একজন নিহত একজন আহত ও একজন পানিতে পড়ে নিখোঁজ এর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় খানপুর ইউনিয়নের শালফা বেইলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে আহত-নিহতের কারো নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জান, বিকেলে একটি মোটরসাইকেলে তিনজন যুবক শেরপুর থেকে ধুনটে দিকে বেড়াতে যায়। সেখান থেকে বাড়িতে ফেরার পথে সন্ধ্যার দিকে শালফা এলাকায় পৌঁছালে বেইলী ব্রিজের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সাথে ধাক্কা লাগে।
এ সময় মোটরসাইকেল থেকে তিন যুবক ছিটকে পড়ে একজন ঘটনাস্থলেই নিহত হন। একজর পানির মধ্যে পড়ে যায় ও একজন গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। আহত ব্যক্তি জানান, আমরা মোটরসাইকেলের তিনজন ছিলাম। কিন্তু একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানির মধ্যে পড়ে নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সাব অফিসার সিদ্দিকুর রহমান জানার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহতকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে একজন পানির ভিতরে পরে নিখোঁজ আছে। তাকে ডুবুরি ছাড়া উদ্ধার করা সম্ভব নয়।