শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
28 Dec 2024 03:57 am
আনাতালিয়া মেট্রোপলিটন ফায়ার ডিপার্টমেন্ট শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সোমবার ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
বিবৃতিতে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ১৫ বছর বয়সী কিশোরী আয়ফারকে ধ্বংসস্তূপের মধ্য থেকে ৯৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়। এর দুই ঘণ্টা পর ১৩ বছর বয়সী ফাতমাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকারীরা সিসমিক সেন্সর ব্যবহার করে ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের চিহ্ন খুঁজছেন। আয়ফারের কাছে পৌঁছাতে ১০ ঘণ্টা ধরে চালানো হয় উদ্ধার অভিযান।
এদিকে আয়ফার যেন অচেতন না হয়, সেজন্য দমকলকর্মীরা তার সঙ্গে কথা বলতে থাকে। সে বলছিল আইসক্রিম খেতে ভুলে গেছে। তারা তাকে নিরাপদে উদ্ধারের পর আইসক্রিম দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
এই কিশোরীর চাওয়া অনুযায়ী দমকলকর্মীরা একটি গানও বাজান। দমকলকর্মীরা আনাতালিয়া থেকে ৫০০ মাইলের পথ পাড়ি দিয়ে কাহরামানমারাসে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।