শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৩
27 Dec 2024 10:02 am
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়া শিবগঞ্জে জামায়তে ইসলামীর ৯ নেতাকর্মীকে আটক করছে শিবগঞ্জ থানা পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মুনজুরুল আলম সংবাদ সম্মেলন এর মাধ্যমে বিষয়টি জানান। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামের মৃত জামায়েত নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের বাড়ি থেকে ওই নয়জনকে আটক করা হয়।
পরে শুক্রবার রাতেই তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী এর বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য মো. আব্দুল হালিম (৪৮), মো. মোশারফ হোসেন (৪৫), মো. আছার উদ্দীন (৪৪), মো. মমতাজ উদ্দিন (৬৭), মো. আলাল উদ্দিন(৫৩), মো. তোফাজ্জল হোসেন (৫৯), মো. সুলতান মাহমুদ (৫৩), মো. বেলাল উদ্দিন (৫৮) ও মো. শাহ আলম (৫৫)। তারা সবাই শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
ওসি মুনজুরুল আলম বলেন, সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা, জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার জন্য গ্রেপ্তার ব্যক্তিরা গোপন বৈঠক করছিলেন। বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। এই অভিযান পরিচালনাকালে আরও কয়েকজন জামায়াতে ইসলামীর সদস্য পালিয়ে যান।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, অভিযানে ঘটনাস্থলে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এছাড়া জামায়াতে ইসলামীর সদস্যদের ব্যক্তিগত রিপোর্ট বই, ভাউচার রশিদ ও কার্য সভার বইও জব্দ করা হয়। এই ঘটনায় শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ধারাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হয়।