শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৩
27 Dec 2024 12:58 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নওগাঁগামী বাসে তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ নাজমুল মিয়া (৩২) নামের এক বাসযাত্রী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা। গতকাল শনিবার (৪ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকারোড নামকস্থানে বাসের ভিতরে গাঁজাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাজমুল মিয়া ব্রা²নবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফতপুর গ্রামের সাহাদাত আলী মিয়ার ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার সান্তাহার খ সার্কেলের ভারপ্রাপ্ত পরিদর্শক রফিকুল ইসলাম জানান, চট্রগ্রাম থেকে বাস যোগে নওগাঁ মাদক আসছে এমন গোপন সংবাদের ভিক্তিতে গতকাল শনিবার ভোর থেকে ঢাকা-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকারোড নামক স্থানে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন বাস তল্লাশি কালে সকাল সাড়ে ৭ টায় চট্রগ্রাম থেকে নওগাঁগামী ঢাকা মেট্রো- ব-১৪-২৪৫১ নম্বর নওগাঁ ট্রাভেলস্ নামের একটি বাসে তল্লাশি কালে জে-১ নম্বর সিটে বসা নাজমুল মিয়া নামের যাত্রীর দুই পায়ের মাঝ খানে প্লাষ্টিক ব্যাগের ভিতরে রাখা চার কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে আদমদীঘি থানায় সোর্পদ করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃত নাজমুল মিয়াকে ওই দিন দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদঘি বগুড়া প্রতিনিধি