বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৩
03 Jan 2025 04:27 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার বগুড়া-৪, জাতীয় সংসদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। রিটানিং অফিসার ও বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় সহকারি রিটানিং অফিসার ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ উপজেলার ৬৩টি কেন্দ্রে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট উপহার দেওয়ায় উপজেলাবাসীর কাছে সুনাম অর্জন করতে শুরু করেছেন তিনি।
এ ব্যাপারে সহকারি রিটানিং অফিসার ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ এর সাথে কথা বলা হলে তিনি বলেন, আমি সরকারের একজন সেবক। রিটানিং অফিসার ও বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম স্যার কাহালুতে ভোটের বিভিন্ন কেন্দ্রে পরিদর্শণ কালে আমাকে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট করার নির্দেশ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় নির্বাচনে নিয়োজিত ম্যাজিষ্ট্রেট, আইন শৃংখলা বাহিনীর সদস্য ও সাংবাদিক সহ সকলের সার্বিক সহযোগিতায় কাহালুতে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট উপহার দিতে পেরেছি। উল্লেখ্য যে, বরাবরের ন্যায় বগুড়া-৪, জাতীয় সংসদ উপ-নির্বাচনে এবারও নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে।
কাহালু উপজেলায় স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. আশরাফুল হোসেন আলম একতারা মার্কা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫”শ ৬৪ ভোট, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোশফিকুর রহমান ট্রাক মার্কা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯৫ ভোট, ১৪ দলের সংসদ সদস্য পদপ্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন মশাল মার্কা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৪০ ভোট, জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী শাহিন মোস্তফা কামাল লাঙ্গল মার্কা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩”শ ০৭ ভোট, জাকের পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুর রশিদ সরদার গোলাপফুল মার্কা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮”শ ২১ ভোট, বাংলাদেশ কংগ্রেস এর সংসদ সদস্য পদপ্রার্থী মো. তাজ উদ্দিন মন্ডল ডাব মার্কা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩”শ ৯৬ ভোট, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল কুড়াল মার্কা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭”শ ৬৪ ভোট, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. গোলাম মোস্তফা দালান মার্কা প্রতীকে পেয়েছেন ৫”শ ৮০ ভোট এবং স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. ইলয়াস আলী কলার ছড়ি মার্কা প্রতীকে পেয়েছেন ৩”শ ৫৯ ভোট।