বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৩
27 Dec 2024 01:04 pm
নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ ফেব্রæয়ারি) সকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজের হলরুমে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বরণ করা হয়। এসময় কলেজের পরিচালনা পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন। এ সময় কলেজ সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইদ্রিস আলী মোল্লা, সাবেক অধ্যপক এ কে এম আব্দুস সবুরসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মো. আশিকুর রহমান টুটুল