বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৩
30 Dec 2024 12:08 am
আসাদ সবুজ,বরগুনাঃ-উপকূলীয় জেলা বরগুনাতে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে তরমুজ চাষের চাহিদা। সেচের সহজলভ্যতা, পরিবহন সুবিধা ও বাজারে চাহিদা থাকার কারণেই এই তরমুজ চাষে ঝুকেছেন জেলার কৃষকরা।
তরমুজ চাষে সবচেয়ে বেশি প্রয়োজন হয় পানির। সাগরের নিকটবর্তী হওয়ায় সেচের জন্য ভোগান্তি পোহাতে হয় না বরগুনার তরমুজ চাষীদের। অপরদিকে বরগুনার তরমুজ সুমিষ্ট ও সুস্বাদু হওয়ায় দেশজুড়ে চাহিদা থাকার কারনে বেশি বেশি তরমুজের আবাদ করছেন জেলার কৃষকরা।
গত বছরগুলোর তুলনায় এবারে বরগুনায় বেশি জমিতে তরমুজ আবাদ হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। বরগুনা জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় মোট ১৭ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হচ্ছে। যা গত বছরের চেয়ে সাড়ে ৫হাজার হেক্টর বেশি। গত বছর জেলায় তরমুজ আবাদ করা হয়েছিল সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে।
তরমুজ চাষী আল আমিন বলেন, গত বছর শেয়ারে আমি ৬একর জমিতে তরমুজ চাষ করেছিলাম। তাতে আমি বেশ লাভবান হয়েছি। এবছর আমি একাই ৫একর জমিতে তরমুজ চাষ করতেছি। ৫একর জমিতে তরমুজ চাষ করতে আমার প্রায় ৪ থেকে ৫লক্ষ টাকা খরচ হবে। আল্লাহ যদি সহায় থাকে, যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটে, ঠিকঠাক ভাবে ফলন আসলে আমি ১০লক্ষ টাকার তরমুজ বিক্রয় করতে পারবো।
আরেকজন তরমুজ চাষী ইউসুফ আলী বলেন, বরগুনার তরমুজ খেতে মিষ্টি ও সুস্বাদু তাই বাজারেও চাহিদা আছে। পরিবহন সুবিধাও ভালো বিধায় অন্যান্যদের মত আমি এই প্রথম ৫ একর জমিতে তরমুজ চাষ করেছি।
বরগুনা খামার বাড়ির উপ-পরিচালক আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম বলেন, তরমুজ চাষে বেশি লাভবান হওয়ার কারনেই বরগুনায় গত বছরের তুলনায় এবছরে বেশি জমিতে তরমুজ চাষ করছে কৃষকেরা। বরগুনায় তরমুজ চাষীদের আবাদের জন্য যে কোন সমস্যায় আমরা সহযোগিতা করে আসছি। আমরা চাষীদের জন্য মাঝে মাঝে প্রশিক্ষণের ব্যবস্থা করি। যাতে আধুনিক পদ্ধতিতে তারা তরমুজ চাষ করতে পারে।