রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
21 Nov 2024 12:23 pm
৭১ভিশন ডেস্ক:- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রোববার শহীদ চাঁন্দু স্টেডিয়াম বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। সকাল সাড়ে ১১টায় শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও আশরাফুলের সাথে ১৯৭১ এ শহিদ চাঁন্দু এবং জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য সম্মিলিত ভাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। সাথে থাকবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।
উদ্বোধনী খেলায় রাজশাহী বিভাগের সবুজ দল ও লাল দল অংশগ্রহণ করবে। আজ শনিবার (৯ নভেম্বর) বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু এই তথ্য দেন। তিনি বলেন, 'সারাদেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
টি-টুয়েন্টি ফরমেটের এই টুর্নামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।'
তিনি আরও বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ক্রিকেট প্রেমী প্রয়াত আরাফাত রহমান কোকোর অক্লান্ত পরিশ্রমে বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম নির্মান করা হয়। তাদের ইচ্ছে ছিলো উত্তরাঞ্চলের খেলোয়াড়রা ক্রিকেটে দেশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন। কিন্তু পতিত শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তাবায়ন হতে দেয়নি। ছাত্র-জনতার আন্দোলনে তাদের পতন হয়েছে। বগুড়াবাসীর স্বপ্ন আবারো বাস্তবায়ন করবে বিএনপি।
এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হাসান চন্দন, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য সচিব ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মীর শাহে আলম, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, আহসানুল হক তৈয়ব জাকির প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল ইসলাম, শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছা সেবক দলের সভাপতি সরকার মুকুল, ছাত্রদলের সভাপতি সন্ধ্রান সরকার, ড্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ডা, ইউনুস আলী,সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ প্রমুখ।
উদ্বোধনী ম্যাচটি টি-ষ্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বলে আয়োজকরা জানিয়েছেন। এছাড়াও স্টেডিয়ামে উপস্থিত হয়ে টিকিট ছাড়াই খেলা উপভোগ করা যাবে।
রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট, নওগাঁ এবং সিরাজগঞ্জ নিয়ে লাল দল এবং পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং রাজশাহীর খেলোয়াড়দের নিয়ে সবুজ দল গঠন করা হয়েছে।