বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৩
27 Dec 2024 12:58 pm
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানিয়ে বলেছেন, আপনি ইংল্যান্ড বসে ষড়যন্ত্র না করে সাহস থাকলে দেশে আসুন। দেশে এসে মামলা ফেস করুন।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত কলোনি বাজার সংলগ্ন রাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করে সেই দল আবার নাকি ভোট চায়। জনগণের কাছে ভোট চায় ভালো কথা। কিন্তু তারা নির্বাচনে আসা নিয়ে ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যানজট নিয়ে কাজ করবেন বলেছিলেন। তিনি মেট্রোরেল তৈরি করেছেন, হাতিরঝিল তৈরি করেছেন।