মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
24 Dec 2024 12:59 am
জুবায়ের আহমেদ, বাহুবল থেকেঃ বাহুবলে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ এখনও পড়ে আছে মর্গে ৩ দিনেও পরিচয় পায়নি থানা পুলিশ।
জানা যায়,গত রবিবার ২৯ জানুয়ারি(২০২৩) সকাল অনুমান সাড়ে ১১ ঘটিকার সময় বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউ/পির অন্তর্গত লস্করপুর হইতে শ্রীমঙ্গলগামী রেললাইনের ই/৫৩ গেটের ২৬৫/৫নং পিলার সংলগ্ন রেললাইনের উত্তর ঢালে একটি অজ্ঞাতনামা এক যুবকের লাশ পাওয়া যায়।খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। কিন্তু ৩দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই লাশের সনাক্তকরন ও পরিচয় পায়নি পুলিশ।
এই অজ্ঞাত যুবকের লাশের পরিচয় জানতে থানা পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বলা হয়েছে কেউ যদি লাশটি চিনতে পারেন তাহলে হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানা পুলিশের সাথে যোগাযোগ করার জন্য।
অনুরোধক্রমে এস আই আল আমিন,
যোগাযোগ নাম্বার(01911645686)
বাহুবল মডেল থানা হবিগঞ্জ-