সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 04:33 pm
খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত গণমানুষের নেতা অবিভক্ত ভারতবর্ষের আইনমন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১১৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে দুইদিন ব্যাপী নানা কর্মসুচির আয়োজন করা হয়েছে। জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে জন্মস্থান বরিশালের গৌরনদী উপজেলার মৈস্তারকান্দিতে যোগেন্দ্রনাথ মন্ডলের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও বাউল গানের আয়োজন করা হয়।
মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদের আয়োজনে রোববার সন্ধ্যায় জন্মজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক সমাজ সেবক মোক্তার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া। পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মনোতোষ সরকারের সঞ্চালনায় ইতিহাসের আলোকে যোগেন্দ্রনাথ মন্ডলের জীবনীর উপর স্মৃতিচারণ করেন পরিষদের তথ্য ও গবেষনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার, সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দ্বীনেশ জয়ধর, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হাসান, সহকারী প্রধান শিক্ষক শ্যামল জয়ধর, প্রবীন ব্যক্তিত্ব মন্টু মন্ডলসহ অন্যান্যরা। রাতে বাউল গানের আয়োজন করা হয়।