রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 11:40 am
খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানো, ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর সমাজ বিজ্ঞান ও ইতিহাসে বিবর্তনবাদ, পর্দা নিয়ে ঠাট্টাবিদ্রুপ ও মুসলিম শাসকদের ইতিহাস বিকৃত করার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে জাতীয় ইমাম সমিতি।
রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মহানগর জাতীয় ইমাম সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর ইমাম সমিতির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক মো. সামসুর রহমান, সহসভাপতি মাওলানা কামাল উদ্দিন মুঈনি, সহসভাপতি সাইদুর রহমান কাসেমী, এবায়দুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগসহ স্থানীয় বিভিন্ন জামে মসজিদের ইমামগন।