রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 03:13 am
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (২৮ জানুয়ারি) ৭ উইকেটের বড় জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামের দেয়া ১৭৫ রান তাড়া করতে নেমে ১৮ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফীর দল।
এ জয়ে ফরচুন বরিশালকে পেছনে ফেলে একদিন পর ফের টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে সিলেট। ৯ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৪। ৮ ম্যাচে বরিশালের পয়েন্ট ১২। অন্যদিকে ঘুরে দাঁড়াতে ব্যর্থ চট্টগ্রাম ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অবস্থঅন করছে তালিকার ছয়ে।
চট্টগ্রামের বিপক্ষে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ৪৪ বল মোকাবিলায় ৬ চার ও ২ ছক্কায় ৬০ রান করেন তিনি। তাতে ৯ ম্যাচে তিন ফিফটিতে ৩৫০ রান করে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে পৌঁছে যান। অপরপ্রান্তে অবশ্য সুবিধা করতে পারেননি তৌহিদ হৃদয়। আসরের শুরু থেকে চমক দেখালেও, মাঝের ইনজুরির ধাক্কা তার পারফরম্যান্সে ছন্দপতন ঘটিয়েছে। ১৮ বলে তিনি ১৫ রান করে আউট হন।
তৃতীয় উইকেট জুটিতে দলের জয় নিশ্চিত করা দুই ব্যাটার মুশফিকুর রহিম ও রায়ান বার্ল সমান ৪১ রান করেন। অপরাজিত মু্শফিকের ইনিংসটি সাজানো ছিল ২৬ বল ৫ চার ও এক ছক্কার মারে। বার্ল আউট হওয়ার আগে ১৬ বল মোকাবিলায় ৪টি চারের সঙ্গে হাঁকান ৩টি ছক্কা। চট্টগ্রামের পক্ষে ২৭ রান খরচায় ২ উইকেট তুলে নেন লঙ্কান স্পিনার বিজয়াকান্থ।
এর আগে হারের বৃত্তে ঘুরতে থাকা চট্টগ্রামকে জয়ের জন্য লড়াকু সংগ্রহ এনে দেন মেহেদী মারুফ ও শুভাগত হোম। মারুফ ৫২ রানে আউট হলেও শুভাগত অপরাজিত থাকেন ৫৪ রানে। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম।
সিলেটের পক্ষে ২৩ রান খরচায় ২ উইকেট তুলে নেন ইমাদ ওয়াসিম। একটি করে উইকেট নিজেদের পকেটে পুরেন মাশরাফী ও আমির।