রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
27 Dec 2024 01:28 pm
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ- হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার ২৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বাগান বাড়ি নামক স্থানে।
জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের হোসেনপুর গ্রামের জগদীশ চক্রবর্তীর ছেলে কেশব চক্রবর্তী(৩৫) ও ২নং পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ গাজীপুর গ্রামের আহমদ আলীর ছেলে আব্দাল মিয়া(৩২) মোটরসাইকেল যোগে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে বাহুবলে আসছিলো।এমতাবস্থায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ন(১৪-৫১৬০) পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় মোটরসাইকেলটি রাস্তায় দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে যায়।এতে মোটরসাইকেলের দুই আরোহী কেশব চক্রবর্তী ও আব্দাল মিয়া গুরুতর আহত হয়। পথচারী লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কেশব চক্রবর্তী ও আব্দাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস।