রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 05:36 am
স্টাফ রিপোর্টারঃ রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর কার্যকরী কমিটি ও স্থায়ী পরিষদের যৌথসভা ২৮ জানুয়ারি ২০২৩, শনিবার বিকাল ৪টায় তোপখানা রোডের ক্যাফে বৈশাখী হোটেলে অনুষ্ঠিত হয়। আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান আজাদী, স্থায়ী পরিষদ সদস্য মোঃ ছানাউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শাহিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, সাধারণ পরিষদ সদস্য মোঃ নূর আলম, এম আর এ সুজন মাহমুদ, কবি মোঃ সাহিদুল ইসলাম, মোঃ সেলিম সরকার, মোঃ রাব্বি হাসান চৌধুরী।
সভায় আলোচ্য সূচির উপর বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে একটি উপ-কমিটি গঠন করা হয়। ঐ উপ-কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মোঃ ছানাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মোঃ ফারুকুল ইসলাম, সদস্য সচিব আরজেএফ’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম।
আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৩, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনাসভা সফল করতে আরেকটি উপ-কমিটি গঠন করা হয়। উক্ত উপ-কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান আজাদী, সদস্য সচিব মনোনীত হয়েছেন আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মোঃ ছানাউল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন আরজেএফ’র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শাহিন মনোনীত অন্যান্য সদস্যরা হলেন, আরজেএফ’র মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, ঢাকা বিভাগ সমন্বয়ক এমআরএ সুজন মাহমুদ, সাধারণ পরিষদ সদস্য কবি মোঃ সাহিদুল ইসলাম, সেলিম সরকার, ইমরান হোসেন নীলয়, কক্সবাজার জেলা আরজেএফ’র সভাপতি আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আরজেএফ’র সভাপতি মেহেদী হাসান লিটন, নন্দীগ্রাম উপজেলা আরজেএফ’র সভাপতি আবু সাঈদ।
আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন আরজেএফ’র ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন, সদস্য সচিব মনোনীত হয়েছেন আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মোঃ ফারুকুল ইসলাম। ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি।
এ কর্মসূচি সফল করতে একটি উপ কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক মনোনীত হয়েছেন আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন আরজেএফ’র দপ্তর সম্পাদক মাহবুব আরা দুলু ও সদস্য সচিব মনোনীত হয়েছেন আরজেএফ’র সাংগঠনিক সমন্বয়ক আব্দুল্লাহ আল-মারুফ। এ কর্মসূচি ৩ মাস অব্যাহত থাকবে। আগামী ১লা এপ্রিল পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। ঐদিন আরজেএফ’র জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হবে।