বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
27 Dec 2024 01:44 pm
৭১ভিশন ডেস্ক:- বুধবার রাজাবাজার আড়ৎদার ও সাধারন ব্যবসায়ী সমিতির ত্রি বার্ষিক সাধারন নির্বাচনের অভিষেক অনুষ্ঠান অস্থায়ী কার্যালয় মদিনা ভান্ডারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড. সিরাজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আব্দুল ওয়াদুদ, সাংবাদিক আমিনুর রহমান কোয়েল শ্রমিক নেতা শফিকুল ইসলাম, সমাজ সেবক গৌতম দত্ত, দেয়ন্তি রানী প্রসাদ, মোফাজ্জল হোসেন, শাহ আলম, আশফাকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য ২১ জানুয়ারী ২৩ শনিবার রাজাবাজার আড়ৎদার ও সাধারন ব্যবসায়ী সমিতির ত্রি বার্ষিক সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি আব্দুল হান্নান সহ সভাপতি পদে সীমা প্রসাদ সাধারন সম্পাদক পদে শ্রী দুলাল প্রসাদ সাহা,সহ সাধারন সম্পাদক শাফায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ পদে মোস্তাফিজার রহমান, প্রচার সম্পাদক পদে সোহেল শেখ ও কার্য নির্বাহী সদস্য পদে আরিফুল সরকার, পায়েল হাসান, মাহফুজার রহমান নির্বাচিত হন। খবর বিজ্ঞপ্তির।