বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
21 Dec 2024 04:55 pm
মো. আশিকুর রহমান টুটুল,নাটোর প্রতিনিধি:-নাটোরের লালপুরে শ্যালোইঞ্জিন চালিত মাটি বোঝাই ট্রাক্টরের (কুত্তাগাড়ি) চাপায় রাহি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দিয়ারপাড়া গ্রামের রায়পুর-ওয়ালিয়া পাকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাহি ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এঘটনায় ঘাতক গাড়ি ও তার চালক কে পুলিশ ফাড়িতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, বিকেলে শিশু রাহি তার ছোট সাইকেলে চরে বেড়াচ্ছিলো। এসময় পিছন দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত মাটি বোঝাই ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রাহির মৃত্যু হয়।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক গাড়ি ও তার চালককে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। নিহত শিশুর প্রাথমিক সুরতাহাল করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’