বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
01 Jan 2025 10:15 pm
প্রেস বিজ্ঞপ্তি:- অদ্যই বিকাল ৩ ঘটিকায় রহমান নগর কাজী বাড়ি লেনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নূরুল ইসলাম ওমরের লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচরণা চালানোর সময় কিছু দুষ্কৃতিকারী নির্বাচনী প্রচারে বাধা দেয় এবং প্রচার মাইক এর ব্যাটরী, সেট ও পেন ড্রাইভ ছিনতাই করে।
এমতাবস্থায়, লাঙ্গল প্রতীকের প্রস্তাবক জনাব মোঃ আব্দুল গনি সরকার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিক অভিযোগ করলে এস আই রুম্মনের নেত্রীত্বে অত্র এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মালপত্র উদ্ধার করে।
পুলিশ প্রশাসনের তৎপরতায় বর্তমানে প্রচার কার্যক্রয় পরিচালিত হচ্ছে।