শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
16 Dec 2024 07:34 am
রাশিয়ার এক মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম শুক্রবার(১৩ জানুয়ারি) বিবিসি জানায়, সোলেদারের বিজয়ের পরে এখন রাশিয়ার সেনাবাহিনী বাখমুতের দিকে অগ্রসর হবে। রাশিয়ার মুখপাত্রের এই বিবৃতি অত্যন্ত ‘আত্মবিশ্বাসী’ মনে হয়েছে বলেও জানিয়েছে বিবিসি।
তবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র সের্হি চেরেভাটিই রুশ বাহিনীর সোলেদার দখলের কথা অস্বীকার করে বলেন, 'আমরা আর বিস্তারিত কিছু বলব না, কারণ আমরা যোদ্ধাদের কৌশলগত অবস্থান প্রকাশ করতে চাই না।'
বিবিসি জানিয়েছে, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরুর পর সোলেদার দখলের লড়াই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী। মাত্র ১০ হাজার নাগরিকের এই শহরটি তুলনামূলক ভাবে ছোট হলেও এর কৌশলগত তাৎপর্য আছে। এক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনী এই শহরের দখলে নিলে ক্রেমলিনের জন্যে স্বস্তির কারণ হবে।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী সোলেদার দখল নিতে পারলেও তারা বাখমুত দখল নিতে পারবে না। যদি রাশিয়ার সেনাবাহিনী বাখমুত দখলে নেয় তবে তারা বিজয় অর্জিত হয়েছে বলেই মনে করবে।
পশ্চিমা এবং ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন সোলেদার এবং বাখমুতের বেশিরভাগ লড়াই রাশিয়ার কুখ্যাত ওয়াগনার ভাড়াটে গোষ্ঠী সদস্যরা পরিচালনা করছে।