মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
27 Dec 2024 03:45 pm
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলায় ভালুক শ্রীপুর, রশিদ পুর ও শাহবাজপুর সহ তিনটি ইউনিয়নে ১হাজার২শ' কম্বল পৃথক পৃথক ভাবে দিন ব্যাপী বিতরণ করেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী।এরই অংশ হিসাবে ২৪ জানুয়ারী শাহবাজপুর ইউনিয়নের শাওনিয়া বাঁশচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে। জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ফারুক আহমেদ চৌধুরীর নিজ অর্থায়নে এই কম্বল বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধক্ষ্য ফেরদৌস তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক৷ আব্দুর রাজ্জাক,সম্পাদক শফিউদ দৌলা, চিশতী,
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আন্জু মনোয়ারা বেগম হেনা, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নেতা বিশিষ্ট সাংবাদিক আজিজুর রহমান ডল, জেলা পরিষদের সাবেক সদস্য হাবিবুর রহমান দুলাল ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার স্বপন প্রমূখ। এছাড়াও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে।