মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
26 Dec 2024 08:25 pm
রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানায়, সোমবার (২৩ জানুয়ারি) এসভিআরের প্রধান সের্গেই নারিশকিন এক বিবৃতিতে বলেছেন, রেলপথে ডিসেম্বরের শেষ সপ্তাহে পশ্চিম ইউক্রেনের রোভনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অস্ত্র মজুত করা হয়েছে।
আরটি আরও জানায়, রিভনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন সরবরাহকৃত হিমার্স রকেট লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আর্টিলারি গোলাবারুদ মজুত করার অভিযোগ আনে এসভিআর।