রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 05:21 am
৭১ভিশন ডেস্ক:- বগুড়া সাবগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড বুজুর্গদামা পশ্চিমপাড়া এলজিইডি প্রকল্পের রাস্তার উপর টয়লেটের পানি দিচ্ছে জুম্মান পরামানিক নামের এক ব্যক্তি।
জানা গেছে, গত তিন বছর আগে ইটের তৈরি পাকা বাড়ি নির্মাণ করে বসবাস করছে জুম্মান পরামানিকের পরিবার। টয়লেটের পানি পাশেই রাস্তার ধারে অন্যের জমিতে পারাপার করতো। কিছুদিন হলো জমির মালিক জিয়াউর রহমান পৈত্রিক জমিতে বাড়ি করার উদ্দেশ্যে মাটি কাটেন। ফলে জুম্মানের টয়লেটের পানি পারাপারে ব্যাঘাত ঘটে। এদিকে নিজের টয়লেটের পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে চলাচলের রাস্তার ওপরেই পানি ফেলা শুরু করে জুম্মানের পরিবার। ফলে প্রায় ৩০০ পরিবার টয়লেটের পানির মধ্যে পারাপারা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তির অভিযোগ, বাচ্চাদের স্কুলে যাতায়াতে সমস্যা হয়, কৃষি খেতে যাতায়াত, মসজিদে যাতায়াত, পথচারীদের চলাফেরা সহ এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত জুম্মানকে না পাওয়া গেলে তার স্ত্রী বলেন, আমার জমি নাই আমি রাস্তার উপরেই পানি ঢালবো। যার সমস্যা তারাই বুঝবে।
এ ব্যাপারে ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন, বিষয়টি আমি মৌখিক অভিযোগ পেয়েছি। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিষয়টি অবহিত আছেন। তিনি ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকারকে ফোনে বিষয়টির ব্যবস্থা নিতে বলেছেন।
ইউপি চেয়ারম্যান কে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।