শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
27 Dec 2024 08:19 am
খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:-ঢাকার পল্টনে সিপিবির মহাসমাবেশে বোমা হামলাকারীদের দৃষ্টান্ত শাস্তি এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বরিশাল নগরীতে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির ব্যানারে শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর সদর রোডে এই কর্মসূচী করে তারা।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক একে আজাদ প্রমুখ।
সমাবেশ শেষে অশ্বিনী কুমার হল চত্তর থেকে বের হওয়া একটি লাল পতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।