শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
26 Nov 2024 04:27 pm
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলার হাজি¦পুর এলাকায় অভিমান করে জিসান (২২) ও ফারজানা আক্তার মিম (১৯) নামের দুজনে গ্যাস ট্যাবলেট খেয়ে শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে আত্মহত্যা করেছে। নিহত জিসান ও ফারজানা আক্তার মিম দুজনে স্বামী-স্ত্রী। তারা পৌরশহরের হাজিপুর এলাকায় বসবার করতেন। নিহত জিসানের বড় ভাই জীবন বিজয় বাংলাকে জানান, তারা দুজনে সকালে শুভগাছা জিসানের শশুরবাড়ি যায়। সেখান থেকে দুপুরে হাজিপুর বাড়িতে চলে আসেন। এরপর দোকান থেকে চীপস ক্রয় করে নিয়ে এসে ঘরের ভিতরে যায়। এরপর বিকেল ৪টার দিকে পর ঘর থেকে বের হয়ে এসে তারা জানান গ্যাস ট্যাবলেট সেবন করেছে। তখন তাদের আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধা ৬টার দিকে স্ত্রী মারা যায়। এর ১৫ মিটিন পর স্বামী জিসানও মারা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বিজয় বাংলাকে জানান, ফারজানা আক্তার মিমের বাবার কাছে কিছু গচ্ছিত টাকা আছে। সেই টাকা জিসান আনতে বলে। টাকা না নিয়ে আসাকে কেন্দ্র করে প্রথমে মিম গ্যাস ট্যাবলেট সেবন করে। পরে তার স্বামী জিসানও গ্যাস ট্যাবলেট সেবন করে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বিজয় বাংলাকে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে নিকট হস্তান্তর করা হবে।