শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
05 Jan 2025 11:30 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃইগলে ক্যাংকা জার বাবা। হামার আর শরীল চলে না। এনা এদিক-ওদিক যাবার পাম না। এতো জারোত খালি গাও কাঁপে। হামার গেরামের মেম্বরের কাচে মেলাদিন একনা কম্বল চাছুনু খালি কয় দেমো। আজ এলা একগুলা মানুষ হামাক ডাকি কম্বল দিল। খুব উপগ্যার হলো বাহে। একন মুই আরামে থাকিম।
এভাবে অতিকষ্টে কথাগুলো বলেন শতবর্ষী বিধবা নাছিমন বেওয়া। মাঘের শীতে কাহিল হয়ে পড়ছিলেন তিনি। দরিদ্র এই বৃদ্ধা গরম কাপড়ের অভাকে যবুথবু অবস্থায় ছিলেন। একটি কম্বলের জন্য বিভিন্ন জনপ্রতিনিধির কাছে ঘুরেও তার কপালে জোটেনি। এরই মধ্যে ‘বন্ধন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের উদ্যোগে নছিমন বেওয়ার গায়ে তুলে দিলেন কম্বল। এই কম্বলটি পেয়ে খুশিতে আত্নহারা তিনি।