বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
11 Jan 2025 12:32 am
নিজস্ব প্রতিবেদকঃ ইলেকশন কমিশনারের (ইসি) বাড়িতে যদি সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা লাগানো হয় তবুও দেশের জনগণ ভোট হবে বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানরে ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খসরু এসব কথা বলেন। বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তে বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির এ নেতা আরও বলেন, ' শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ফ্রন্টলাইনে থেকেছেন। উনি প্রথম ও এক নম্বর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মানুষের সংকটময় সময়ে শহীদ জিয়া দেশের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নিয়ে তিনি দেশের রূপান্তর সংস্কার করেছেন। আওয়ামী লীগ স্বাধীনতার পরে বাকশাল ও লুটপাটের মাধ্যমে দেশকে যে গর্তে ফেলেছিলেন প্রেসিডেন্ট জিয়া দেশকে সেই
গর্ত থেকে উদ্ধার করেছিলেন।
‘আজকে তারেক রহমানও একই কাজ করছেন। আওয়ামী লীগের লুটপাতে স্বাধীনতার পরে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এখনও ঠিক একই অবস্থা। সেই সময় দেশে ভোটাধিকার, জীবনের নিরাপত্তা, বাক স্বাধীণতা ও অর্থনৈতিক নিরাপত্তা
ছিলোনা। আজকের প্রেক্ষাপটও ঠিক একই।’
আমীর খসরু আরও বলেন, অবৈধ সরকার উন্নয়নের নামে বুলি উড়াচ্ছে । দেশের টাকা লুটপাট করে পাচার করার পর নতুন করে ৫০ হাজার কোটি টাকার নোট ছাপিয়েছে। মেগা প্রকল্পের নামে সব লুটপাট করা হয়েছে। রিজার্ভ লুটে খেয়েছে এই সরকার।
‘তাই দেশকে বাঁচাতে হলে তারেক জিয়ার নেতৃত্বে এই বাকশালীদের হটাতে হবে। একটা দেশ থেকে যদি দশ লাখ কোটি টাকা লুটপাট হওয়ার পরে আরকি থাকে৷ আওয়ামী লীগের রাজনীতি বিভক্তির রাজনীতি। তারা দেশকে বিভক্ত করতে চায়। '
আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালামের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর হাসনাত আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বগুড়ার সভাপতি ডা. শাহ শাহজাহান আলী, জিয়া পরিষদের সভাপতি ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, মোশারফ হোসেন, এ্যাডভোকেট মাহবুবর রহমান, জেলা বিএনপিরসাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলালসহ প্রমুখ।