বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
07 Jan 2025 10:17 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর ভাঙ্গামোড় গ্রামের সাজু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগমের সাথে একই গ্রামের মৃত্যু আকবর আলীর পুত্র নুরুন্নবী সরকার ও তার পুত্র রানা মিয়া গংদেী জমিজমা সংক্রান্ত দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।
এরই জের ধরে গত ১৮/১/২০২৩ ইং সকাল আনুমানিক ৭টায় রানা মিয়া গংরা তাদের দলীয় ৫-৭ জনজন নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অসহায় মোনোয়ারা বেগমের বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত ভাবে হামলা চালান। তাদের আক্রমণ ও মারপিটে মনোয়ারাসহ আম্বিয়া নামে দু'জন গুরুতর রক্তাত্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আসামী হালিমা বেগম ও নুরুন্নবী মনোয়ারা বেগমের পরনের কাপড় বিবস্ত্র করে শ্লানীতাহানী ঘটায় এবং তার গলা থেকে ৬ আনা ওজনের স্বর্নের চেইন যার মুল্য ২৬ হাজার টাকা ছিনিয়ে নেন।এ ছাড়াও প্রতিপক্ষরা ব্যাপক সন্ত্রাসী হামলা চালিয়ে বসতবাড়ীর ক্ষতি সাধন করেন।
আহতদের আত্বচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসলে প্রতিপক্ষরা নানা প্রকার ভয়-ভীতি ও হুমকী দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ ব্যাপারে অসহায় মোনোয়ারা বেগম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে।
মামলা দায়েরের ফলে আসামীদের ভয়-ভীতি ও জীবননাশের হুমকীতে অসহায় মোনোয়ারা বেগম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।তারা আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।