বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 07:30 pm
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের কৃতি সন্তান ও সমাজসেবক এস এস সি ৯২ ব্যচের বন্ধু নিলিমা নিল এর স্বামী আনিছুর রহমান অসুস্থ থাকার কারনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হয়েছে।
এজন্য পরিবারের লোকজন এলাকার সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি কোমরপুর গ্রামের মৃত এফ,এম হাফিজ উদ্দিন তরফদারের মেঝো ছেলে। বর্তমানে তিনি পি. পি. ওভেন ব্যাগ সেক্টরের সুনামধন্য প্রতিষ্ঠান নিলীমা ব্যাগ মিলস্ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন। পরিবারের লোকজন জানিয়েছেন আগামি ২০ তারিখ রোজ শুক্রবার ভারতের ভারতের সি এম সি হসপিটাল ভেলর হাসপাতালে সিনিয়র ডঃ নির্মল টি জে, ডঃ অরুন জ্যাকব ফিলিপ, ডঃ প্রার্থ মুখার্জি, ডঃ সাদানালা মাধুরি এর তত্বাবধানে সকাল ৭ টায় অপারেশন হবে।
পরিবারের পক্ষ থেকে শুক্রবার জুম্মা নামাজের পর কোমরপুরের তিনটা মসজিদসহ কার্পাসডাঙ্গা এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় তার সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হবে। তার পরিবারের পক্ষ থেকে এলাকাবাসির নিকট দোয়া চেয়েছেন পরিবারের সদস্যবৃন্দসহ পরিবারের বড় সন্তান সালেকিন তরফদার।