বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
26 Nov 2024 02:50 pm
কুড়িগ্রাম প্রতিনিধি: শিক্ষাই কেবল পারে এদেশকে দারিদ্র মুক্ত করতে। জাতির উন্নয়নের মুল হাতিয়ার হচ্ছে শিক্ষা।এই শিক্ষার প্রতি তাগিদ রেখে উলিপুর উপজেলা তবকপুর ইউনিয়নের বাবুরহাট নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি ২০০০৪ সালে স্থাপিত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: রেজাউল ইসলাম রাজা মাএ ০৭ জন শিক্ষক নিয়ে যাএা শুরু করেন। দীর্ঘ ১৮ বছর মানবেতর জীবন যাপন করার পর এবছর বিদ্যালয়টি এমপিও ভুক্ত হওয়ায় প্রধান শিক্ষক প্রধান মন্ত্রীসহ শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। বতর্মাননে বিদ্যালয়টিতে ছাএ ছাএী রয়েছে ১৬০ জন। এবছর ৬ষ্ঠ শ্রেণিতে নতুন করে ৬৫জন।
সচেতন এলাকাবাসির দাবি উক্ত বিদ্যালয়টিতে নতুন করে একটি ভবন হলে ছাএ ছাত্রীদের মনরম পরিবেশে পাঠদান করার সুযোগ হতো।