বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 03:45 pm
কুড়িগ্রাম প্রতিনিধি : [১৮.০১.২০২৩] হেলিকপ্টারে করে কুড়িগ্রাম থেকে নেত্রকোনায় নববধুকে নিয়ে গেলেন হরিজন সম্প্রদায়ের বর শ্রী অপু বাসফোর। প্রয়াত পিতার দিলিপ বাসফোরের ইচ্ছা পুরণে হেলিকপ্টার ভাড়া করে কুড়িগ্রাম শহরের পাওয়ার হাউজ পাড়ার ভুট্র হরিজনের কন্যা শ্রীমতি শনিতা রানীকে বিয়ে করে বউ নিয়ে বাড়ি গেলেন তিনি। এদিকে বুধবার দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়ামে অবতরণ করা গেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় জমায় শত শত মানুষ। নিরাপত্তায় ব্যবস্থা নেয় প্রশাসনও।
কুড়িগ্রাম পৌরসভার পাওয়ার হাউজ পাড়ার সুইপাড় কলোনীর শ্রী ভুট্র হরিজন ও শ্রীমতি চামেলী হরিজনের কন্যা শ্রীমতি শনিতা রানীর বিয়ে। এই দরিদ্র পরিবারের বিয়ে সাদামাটাভাবেই হওয়ার কথা। কিন্ত নেত্রকোনার বর প্রয়াত দিলিপ বাসফোরের পুত্র অপু বাসফোর কনেকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়ার খবরে কৌতুহল ছড়িয়ে পড়ে শহর জুড়ে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলে আনুষ্ঠিানিকতা। এরপর মঙ্গলবার দুপুর ১ টার দিকে ঢাকা থেকে আসা একটি হেলিকপ্টার অবতরণ করে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে। হেলিকপ্টারে বিয়ে তাও আবার হরিজন সম্প্রদায়ের বর-কনের বিয়ে হওয়ায় উৎফুল্ল বিয়ের বর ও কনের স্বজনরা।
বর ও কনের স্বজনরা জানান, বর হেলিকপ্টারে কনে নিয়ে কুড়িগ্রাম থেকে নেত্রকোনায় যাবে। এটি আমাদের নিকট খুবই আনন্দেও খবর। কেন না এর আগে কখনও হেলিকপ্টারে করে আমাদের সম্প্রদায়ের কারো বিয়ে হয়নি। আমরা খুবই খুশি।
হেলিকপ্টারে করে বিয়ের বিষয়ে বর অপু বাসফোর জানান, আমার স্বর্গীয় পিতার ইচ্ছা পুরণে এই আয়োজন। আমার বড় ভাই, বোনের সহযোগীতায় এটি সম্ভব হয়েছে। কনে নিয়ে বাড়ি ফিলতে পেরে আমি আনন্দিত।
কনে শনিতার বাবা ভুট্র হরিজন জানায়, আমার পাঁচ মেয়ের মধ্যে শনিতা তিন নাম্বার। যখন এমন একটি প্রস্তাব এলো যে বর নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ে চাকরী করে তখন না করতে পারলাম না। আমি গরীব মানুষ। কুড়িগ্রাম পৌর সভায় কাজ করি। আমার মেয়েকে বিয়ে করে হেলিকপ্টারে নিয়ে যাওয়াটা আমার ভাগ্য। আমি খুবই খুশি।
স্টেডিয়াম মাঠে নিরাপত্তার দায়িত্ব পালক করা এইআই মাজেদ জানায়, জরিজন সম্প্রদায়ের বিয়ে হেলিকপ্টারে যাবে। এজন্য হেলিকপ্টারটি স্টেডিয়ামে অরতরণ করেছে। সদর থানা থেকে হেলিকপ্টার ও বিয়ে দেখতে আসা উৎসুক জনতাকে সামাল দেয়া এবং হেলিকপ্টারের নিরাপত্তায় দায়িত্ব পালন পালন করছি।
হরিজন সম্প্রদায়ের বিয়ে হলেও জেলায় এটিই প্রথম হেলিকপ্টারে করে বিয়ের বর-কনে যাওয়ার ঘটনা হওয়ায় জেলা জুড়ে চলছে আলোচনা। ভুট্র হরিজনের ৫ মেয়ের মধ্যে ৩ নাম্বার শনিতা রানী। আর প্রয়াত দিলিপ বাসফোরের দুই ছেলে এক মেয়ের মধ্যে অপু বাসফোর ছোট। অপু বাসফোর নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ে পরিষ্কার পরিছন্নতার কাজ করেন।