বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
27 Dec 2024 10:31 am
মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারের চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন, চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি।
স্থানীয় সুত্রে জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়।
লিডার নুরে আলম সিদ্দিকি বলেন, ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট ও ডোমারের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
রেলওয়ে পুলিশ কর্মকর্তা নেসারুজ্জামান বলেন, মিতালী এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন এখনও চালু আছে। ওই ইঞ্জিনের লোকোমাস্টার দুজনেই আহত হওয়ায় ইঞ্জিন বন্ধ করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি ইঞ্জিন বন্ধ করার।