বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
19 Dec 2024 02:42 pm
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সন্ত্রাসবিরোধী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) জিজ্ঞাসাবাদে আলীশাহ পার্কার মামা দাউদ ইব্রাহিম সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন।
আলীশাহ সংস্থাটিকে জানিয়েছেন, প্রথম স্ত্রী মেজাবিনের সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় দাউদ দ্বিতীয় স্ত্রী হিসেবে পাকিস্তানি পাঠান সম্প্রদায়ের এক নারীকে বিয়ে করেছেন।
তিনি আরো জানিয়েছেন, দাউদের প্রথম স্ত্রী মহজবিন শেখ এখনও দাউদের সঙ্গেই আছেন। তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।
সংবাদ প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে দাউদ নিজের ঠিকানা বদল করেছেন। করাচিতেই অন্য একটি জায়গায় দাউদকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
দাউদের সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল এনআইএ। অনেককে গ্রেফতারও করা হয়েছে। এই সংক্রান্ত মামলায় আদালতে চার্জশিটও জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।
আলীশাহের দাবি অনুযায়ী, প্রথম স্ত্রী মেহজবিনের উপর থেকে বিভিন্ন তদন্তকারী সংস্থার নজর সরানোর উদ্দেশ্যেই দ্বিতীয় বিয়ে করে থাকতে পারেন দাউদ।
আলীশাহ এনআইএ-র কাছে দাবি করেছেন, ২০২২ সালের জুলাই মাসে দুবাইয়ে তার সঙ্গে দাউদের প্রথম স্ত্রী মেহজবিনের দেখা হয়। তখনই মেহজবিন তাকে দাউদের দ্বিতীয় বিয়ের কথা জানান।