মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
01 Jan 2025 03:26 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২ কেজি গাঁজাসহ ইবাদুল্লাহ মোল্লা (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন। গ্রেফতার ইবাদুল্লাহ মোল্লা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ গ্রামের একিন আলী গাজীর ছেলে।
ওসি ইজার উদ্দিন ঢাকা মেইলকে বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের পশ্চিম পাশে রংপুর-ঢাকা মগাসড়কে তুহিন পরিবহন বাস তল্লাশি চালানো হয়। এসময় বাসের সিটে বসা ইবাদুল্লাহ মোল্লার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় ইবাদুল্লাহর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।