মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 10:58 am
৭১ভিশন ডেস্ক:- নতুন করে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ। একইসঙ্গে ঘন কুয়াশার শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার (১৬ জানুয়ারি) আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টা এর আরও বিস্তার ঘটবে। এ ছাড়া আগামী ১৯ থেকে ২০ জানুয়ারি রাজধানীসহ দেশের বেশকিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। এ সময়ে তীব্র শীত অনুভূত হবে। সঙ্গে ভারি কুয়াশার শঙ্কাও রয়েছে। যা জনজীবনকে দুর্ভোগে ফেলতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দিনাজপুর, পঞ্চগড়, সৈয়দপুর, মৌলভীবাজার ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।