সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
21 Aug 2025 07:56 pm
![]() |
আসাদ সবুজ, বরগুনাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিক্ষোভ মিছিল বের করে বরগুনা জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় পুলিশের বাধার মুখে পরে তারা। সোমবার (১৬জানুয়ারী) সকাল থেকেই বরগুনা জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কের দুই প্রবেশ মুখে অবস্থান নেয় পুলিশ।
১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সকাল ১১ টায় বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহাববুল আলম ফারুক মোল্লার নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বরগুনা পৌরসভার সামনের সড়কে আসার আগেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ বাধাঁ প্রদান করে। এসময় বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে মিছিলটি আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করে।
বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম বলেন, কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ঘোষিত দশ দফা দাবি আদায় ও বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরগুনা জেলার ছয়টি উপজেলায় পুলিশের বাধা উপেক্ষা করেও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালিত হয়েছে।