সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
30 Jul 2025 10:27 pm
![]() |
সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম : [১৬.০১.২০২৩] বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবীতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী)সকাল ১১ টায় পোষ্ট অফিস পারাস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজার বড় মসজিদ চত্তরে শেষ হয়।
সমাবেশে বিএনপির কেন্দীয় সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সহসভাপতি জহুরুল আলম, যুব বিষয়ক সম্পাদক নজিবর রহমান লেলিন, যুব দলের সহ সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা হাসনাত হিরক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার সহ গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ১০ দফা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহব্বান জানান।